লেখা পাঠানোর নিয়ম | Submission Policy
আপনি যদি MeghMala-তে আপনার লেখা প্রকাশ করতে চান, তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে:
- লেখাটি অবশ্যই মৌলিক ও স্বকীয় হতে হবে।
- কোনো কপি-পেস্ট বা অন্যের লেখা অনুমতি ছাড়া পাঠাবেন না।
- আপনার পুরো নাম, এক লাইন পরিচিতি এবং একটি ইমেইল ঠিকানা পাঠাবেন।
- ছবি সহ পাঠাতে চাইলে তা কপিরাইট মুক্ত হওয়া বাঞ্ছনীয়।
- প্রকাশের পর লেখাটি ব্লগে অন্তর্ভুক্ত হলে আপনি কনটেন্টের অনুমতি আমাদের দিচ্ছেন।
লেখা পাঠানোর ঠিকানা: meghmalablog@gmail.com
শব্দের এই যাত্রায় আপনাকে স্বাগতম।
ভালোবাসা সহ,
[Admin]
(MeghMala)