About Us

আমাদের কথা | MeghMala

শব্দেরা মেঘ হয়ে জমে আছে মনের আকাশে। কেউ সেগুলো লিখে ফেলে কাগজে, কেউ রাখে মনে। MeghMala সেইসব শব্দের জন্য এক খোলা জানালা - যেখানে গল্প আর কবিতা হয়ে প্রকাশ পায় আমাদের না বলা কথা।

এই ব্লগটা আমি বানিয়েছি মূলত নিজের ভালোবাসা থেকে। লেখালেখি আমার নেশা, আর বাংলা ভাষা আমার আবেগ। মনে হয়েছে - যদি একটা এমন জায়গা বানানো যায় যেখানে আমিও লিখতে পারি, আপনি-ও লিখতে পারেন - তাহলে সেটা শুধু আমার নয়, আমাদের সবার MeghMala হয়ে উঠবে।

কি পাবেন এখানে?

  • মনের গভীর থেকে উঠে আসা গল্প,
  • হৃদয়ের অলিগলি ছুঁয়ে যাওয়া কবিতা,
  • মাঝে মাঝে কিছু নিজস্ব ভাবনা, ভ্রমণের স্মৃতি, কিংবা জীবনের টুকরো টুকরো অনুভব

আমি চেষ্টা করেছি, প্রতিটি লেখা যেন পাঠকের মনে একটা দাগ রেখে যায়। যেন কেউ পড়ে ফেলে বলেন, “এই তো, আমিও তো এমনটাই অনুভব করেছিলাম!”

আপনার ‌লেখা প্রকাশ করতে‌?

MeghMala-তে লিখুন কিছু স্বপ্নবাজ কলমচি, যারা পেশাদার না হয়েও হৃদয়ে লেখেন।
কেউ কলেজ পড়ুয়া, কেউ চাকরিজীবী, কেউ বা শুধুই একজন ভাবুক।
কিন্তু সবার হাতে থাকে একটি অদৃশ্য কলম।

আপনি যদি লিখতে ভালোবাসেন, যদি মনে হয় কিছু কথা জমে আছে মনে - তাহলে আমাদের সাথে যুক্ত হন।
আমরা চাই আপনার লেখা ছড়িয়ে পড়ুক আরও অনেক পাঠকের কাছে। একসাথে গড়ে তুলি একটা সাহিত্যপ্রেমী পরিবার।

যোগাযোগের খাতাটা খোলা আছে সবসময়

ইমেইল: meghmalablog@gmail.com
ফেসবুক পেজ: facebook.com/meghmalablog
ইনস্টাগ্রাম: @meghmalablog

এই MeghMala শুধু  ব্লগ না, এটা  অনুভবের জার্নাল।
আপনিও যদি সেই পথের সহযাত্রী হতে চান, তাহলে চলে আসুন।
শব্দের এই মেঘে একসাথে উড়ি—আকাশজোড়া কল্পনায়।

ভালোবাসা সহ,
[Admin]
(MeghMala)

Close