সে বিরক্ত হতো। একদিন ঝগড়া করে বলল, আমার বয়স হয়েছে মা, বারবার ফোন করে জিজ্ঞেস করো না!
পরদিন থেকে ফোন আসা বন্ধ হয়ে গেল।
দশ বছর পর একদিন তার ফোনটা বেজে উঠল—নম্বরটা অচেনা। কানে স্পিকার ধরতেই শুনতে পেল, বাবা, খেয়েছ?
সে চমকে গিয়ে ফোনটা দেখল—নম্বরটা তার মায়ের পুরনো সিমের।
কিন্তু সিমটা তো তার মায়ের কবরের সঙ্গেই দাফন করা হয়েছে..! 😔
সেদিনই সে বুঝেছিল, মায়ের ভালোবাসা মৃত্যুর পরেও থামে না।
Tags:
Soul Lines