প্রথম যেদিন তোমায় দেখি | Meghmala Diary

প্রথম যেদিন তোমায় দেখি,  

মোমবাতির আলোয় জ্বলছিলো ঘর,  

তোমার চোখে যেন লুকিয়ে ছিল  

হাজার তারার এক নীরব স্বর।  

তুমি হেসেছিলে আর আমি থমকে দাঁড়ালাম,  

মুখে কোন কথা নেই, শুধু হৃদয়ের দোলা,  

মোমের গন্ধে মিশে গেল তোমার সুভাষ,  

সেই রাতের আলোয় জ্বলে উঠলো এক নতুন বাসনা।  

আমি জানতাম না ভালোবাসা কি,  

কিন্তু তোমার দিকে তাকিয়েই বুঝলাম,  

এই তো শুরু, এই তো সেই মুহূর্ত  

যখন চাঁদও হার মানে তোমার সামনে।  

মোমবাতি নিভে গেল, অন্ধকারে ঢাকলো সব,  

কিন্তু তোমার মুখের ছবি থেকে গেলো চোখে,  

আজও যখন মোম জ্বালাই, মনে পড়ে সেই দিন,  

যেদিন আলোয় আলোয় মিশে গেলো, আমাদের দুই প্রাণ।  

Load More
That is All
Close