তুমি আর আমি এক বিকেলে | Heartline | Meghmala Digital Diary

"তুমি আর আমি সেই বিকেলের গল্প"

সেই দিনটা যেন স্বপ্নের মতো ছিল। নরম রোদের আলো ছুঁয়ে যাচ্ছিল তোমার চুল, আর তুমি হেঁটে আসছিলে ধীরে ধীরে, হাসিটা ছিল ঠিক সেই রকম, যেভাবে আমি কল্পনায় রেখেছিলাম বহুদিন ধরে। আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে ছিলাম... আর মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে তোমার চোখের গভীরতায়।

আমরা বসেছিলাম আমাদের প্রিয় সেই পুরনো পার্ক বেঞ্চে। তুমি বলেছিলে, সব কিছু কেমন বদলে গেছে, তাই না? আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, তুমি তো একই আছো…
তুমি হেসে বলেছিলে, তুমি তো বদলে গেছো... এখন আরও চুপচাপ।
আমি চুপ করে গিয়েছিলাম, কারণ সত্যিটা ছিল আমি বদলে যাইনি, আমি শুধু ভালোবেসে গেছি তোমাকে প্রতিদিন, আর সেই ভালোবাসার ভারে আমার শব্দগুলো হেরে গেছে।

সেই বিকেলটা ছিল চুপচাপ, নরম হাওয়া আর কাঁচা আবেগে ভরা।
তুমি বলেছিলে, তোমার সাথে সময় কেমন উড়ে যায় জানো?
আমি শুধু বলেছিলাম, এই সময়গুলোই তো আমার জীবনের সবচেয়ে সত্য মুহূর্ত।
তুমি তাকিয়ে ছিলে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে বলেছিলে, চলো, আবার শুরু করি... তুমি আর আমি... নতুন করে।

সেই মুহূর্তে সব শব্দ থেমে গিয়েছিল, শুধু হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছিলাম। আমি হাত বাড়িয়ে ধরেছিলাম তোমার হাত, তুমি ধরা দিয়েছিলে নিঃশব্দে... একটুকরো স্বপ্ন যেন ছুঁয়ে ফেলেছিলাম আমি সেইদিন।

আজও, যখন চোখ বন্ধ করি, সেই বিকেলটা ফিরে আসে... আর আমি টের পাই, তুমি আমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গায় এখনো আছো, সবটুকু ভালোবাসা নিয়ে।

Load More
That is All
Close