মেয়েটি প্রতিবার বৃষ্টিতে ভিজে বাসায় ফিরত। তার বন্ধু বলত, একটা রেইনকোট কিনে নে! কিন্তু সে কিনত না।
কারণ তার ছোটবেলায় বাবা তাকে একটা রেইনকোট কিনে দিয়েছিলেন, বলেছিলেন, এখন থেকে আর ভিজবে না আমার মেয়ে। তার বাবা এখন নেই।
কিন্তু সেই রেইনকোটটা তার ওয়ারড্রোবে এখনও সযত্নে রাখা আছে। ভিজে যাওয়াটাই তার কাছে বাবাকে মনে পড়ার একটা উপায় ছিলো।
Tags:
Melines