বৃষ্টি পড়ছিলো টুপটাপ। আমি বারান্দায় দাঁড়িয়ে, আর ও আমার পাশে। হঠাৎ ওর হাতে একটা ভেজা চিঠি, যেনো বৃষ্টি ছুঁয়ে গেছে সেই অনুভব। বললো,
“তুই জানিস? তোকে ছাড়া কোনো দিন ভালোবাসা কল্পনাও করতে পারি না।”
আমি কিছু বলিনি, শুধু চোখের কোণটা চিকচিক করে উঠেছিলো… ও বুঝে গিয়েছিলো— এই নীরবতাই ভলোবাসা
Tags:
Soul Lines