তুমি চলে গেলে, আমায় একা রেখে?
আর আমার চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা,
যা আর কখনও ভাঙে না,
হয়তো তুমি ছিলে শব্দ!
আমি ছিলাম মাত্রই এক শ্রোতা।
Tags:
Soul Lines
তুমি চলে গেলে, আমায় একা রেখে?
আর আমার চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা,
যা আর কখনও ভাঙে না,
হয়তো তুমি ছিলে শব্দ!
আমি ছিলাম মাত্রই এক শ্রোতা।