বুদ্ধিমতী মেয়ে | শূন্যতার গল্প

 

তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে।
তোমার চোখে সবকিছুর উত্তর ছিল।
তুমি বুঝে ফেলেছিলে,
আমার জীবনের প্রতিটি মুহূর্তে, নিঃশ্বাসে, স্বপ্নে—তুমি ছাড়া আর কিছু নেই।
তুমি-ই ছিলে আমার সর্বস্ব।
আর সেই কারণেই হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে!

আমি কিছু বলিনি, বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।
তোমার চলে যাওয়ার পেছনে হাজারটা যুক্তি ছিল হয়তো,
কিন্তু আমার পক্ষে একটাও ছিল না—শুধু ভালোবাসা ছাড়া।

তুমি আমাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিলে,
অধিক ভালোবাসা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা।

আর আমি?
আমি সেই মৃত্যুকে আপন করে নিয়েছি।
চোখ বন্ধ করলে এখনো তুমি আসো
হাসো, রাগ করো, আবার হারিয়ে যাও।

তবুও, আমি চাই তুমি ভালো থাকো।
সুখে থাকো, নিজের মত করে বাঁচো।
কারণ তোমার ভালো থাকা মানেই—
আমার ভালোবাসার একটা অংশ আজও বেঁচে আছে।






Load More
That is All
Close