নিশ্চুপ শূন্য ঘরে...!
অসার আর অনন্ত ধূসর স্বপ্নে
মাঝরাতেই ভেঙে যায় ঘুম, নিঃশব্দে।
চারপাশ জুড়ে অদ্ভূতুড়ে অস্থিরতা,
অবিচল অন্ধকার যেনো হৃদয়ের ছায়া।
স্মৃতির সাদা-কালো জানালার ফাঁক গলে
একফালি সাতরঙা আলো উঁকি দিয়ে যায়,
সেই আলোর হাত ধরে শুরু হয়নিঃসঙ্গ পথচলা—একাকীত্বের শূন্যতা, না হয়...বিষাদের ঘন ছায়াস্বপ্নকে আঁকড়ে ধরে, আটকে রাখে—যে আঁধারে আমি আলো বিছিয়েছিলাম,তার প্রতিটা কণা যেনো...ধীরে ধীরে মৃত্যু হয়েচুষে নিচ্ছে জীবনের রঙ।
যে জীবনটা ভেজা ঘাসে হেঁটে চলে,
যে জীবনটা শিশিরে ভিজে স্নিগ্ধতা পায়,
বা হয়তো..!
যে জীবনটা বিবর্ণ ঘাসফড়িংয়ের মতো—
নিঃশব্দ, অনাহুত, হারিয়ে যাওয়া...!!
Tags:
Soul Lines