নার্সিংহোমে বসে প্রেম হয় আমার,
তুমি হলে সেই নার্স;চোখের কাজলে মুগ্ধ আমি,
পড়ন্ত বিকালে ছিল তোমার কাজ।
আমার ভাবনায় উত্তেজনার চাপ!
এ যে মনের তুলি দিয়ে আঁকা,
শিল্পের তৈরী একগুচ্ছ ছাপ;
মস্তিষ্কের প্রতিক্রিয়ায় তার প্রভাব।।
উন্মাদ কবি আমি মত্ত প্রেমে,
লিখে যাই কবিতা তার নামে;
সই চিরচেনা মন হরিনী নার্সের,
অশ্রুসিক্ত হৃদয়ে শব্দের ক্রন্দনে।।
যে নার্সিংহোমের বারবার বলি কথা,
সে তো প্রকৃতির তৈরী চিলেকোঠা;
এ যে আমার প্রেমের কাব্যে গাঁথা,
মনের অরণ্যে সে বলে এই কথা।।
Tags:
Heartline