তোমাকে বলছি?
ভালোবাসার মূল্য তুমি তো বুঝনি,
চারাগাছের কচিপাতা বেরুতে তো দেখনি।
কি করে বুঝবে তুমি ভালোবাসা কি?
তোমাকে বলছি,
ভালোবাসার গভীরতা তুমি তো বুঝনি,
সকালের সূর্য উঠা তুমি তো দেখনি।
কি করে বুঝবে তুমি ভালোবাসার রঙ কি?
তোমাকে বলছি,ভালোবাসার অনূভুতি তুমি তো বুঝনি,পাখিদের কলতান তুমি তো শুননি,কি করে বুঝবে তুমি ভালোবাসার মর্ম কি?তোমাকে বলছি,ভালোবাসা মানে পুতুল খেলা নয়,ইচ্ছে হলে খেললাম,না হলে ভাঙলাম,নাই কোন প্রতিজ্ঞা, নাই কোন ভয়।তোমাকে বলছি,ভালোবাসা আসে স্বর্গ থেকে,দুটি মনের মিলন,জীবনটা হলো ক্ষনস্থায়ী, সুখ দুঃখের সম্মিলন।
তোমাকে বলছি,
ভালোবাসা মানে এক সাথে পথ চলা,
মনের কথা খুলে বলা,
শত ঝড় ঝঞ্জায়, কোন বাধায় না টলা।
তোমাকে বলছি,
তাই ভালোবাসার মানে বুঝ,
সঠিক সময়ে সঠিক মানুষটাকে খুঁজ,
সমঝোতার মনোভাব নিয়ে ভালোবাসায় মজ।
Tags:
Soul Lines