চেয়ে রবে ওই স্নিগ্ধ কদম ফুল
ক্ষুধার্ত দৃষ্টি আমার কাব্যের মহাকাশে
নির্লজ্জ বিচরণে উন্মুখ,
কবিতার রস ফুরিয়ে যাওয়ার আগেই
শঙ্কার মাঝে ধুকধুক।
হারানো বিবর্ণ পঙক্তির ঢলে
দম নেয়া পুরো ছেড়েই দিয়েছে কবি,
বিপন্ন সব জোছনার কীট
রবির কিরণ নষ্ট করেছে সবই।
হতোদ্যম কাব্যের রন্ধ্রে রন্ধ্রেআশ্রয় নিয়েছে ক্যাকটাস,ধুকেধুকে বাঁচে কন্টকময় ক্ষুব্ধতাবিষাদের নিঃশ্বাস,হয়তো কখনো একপশলা হঠাৎ বৃষ্টিআনুকূল্যের ঈষৎ ছোঁয়ায় মরুতে ফোটাবে ফুল,চৌচির আঙিনায় দম ছেড়ে দেয়া কবিএকটু একটু দম নিতে নিতেমাড়িয়ে যাবেন ভুল।
হৃদয়ের কার্নিশে এসে, জানালার শিক ধরে
টুপটাপ বৃষ্টি-ছোঁয়ায় ভিজিয়ে নেবেন হাত,
তুষ্টির নিঃশ্বাসে, অসীমের বিশ্বাসে
গহীনের থেকে একটু একটু ঘোঁচাবেন অপঘাত
স্নান করে নেবে স্বপ্ন হৃদয়,
মুচকি হেসে চেয়ে রবে ওই
Tags:
Soul Lines