হারিয়ে যেতে চাই।

          হারিয়ে যেতে চাই!                

কতবার হারিয়ে যেতে চেয়েছি 
দূর থেকে বহুদূরে এই কংক্রিটের শহর ছেড়ে 
পিশে দিয়ে যত ফিটকে দেয়াল 
মাঠের প্রানে ঝিঁঝির গানে জোনাকির ভীড়ে!
 কতবার নিরুদ্দেশ হতে চেয়েছি 
কেয়া পাতার নৌকা হয়ে নীল রাঙা ঐ সমূদ্রুরে 
ছিড়ে দিয়ে আছে যত পিছুটান
হেঁটে চলে যাই নোনা বালির তীর ধরে!
কতবার পালিয়ে যেতে চেয়েছি 
নিস্তব্ধ রাতে কিংবা কাকডাকা ভোরে
ভেঙে দিয়ে যত মায়ার বাধঁন
মেঘ হয়ে সব আকাশ জুড়ে ।


 

Load More
That is All
Close