| আবারও চাই তোকে |
আবারও ফিরে পেতে চাই তোকে
খুব করে, মন থেকে।
শীতের সকালে কুয়াশা ভেজা মেঠো পথে
হাটতে চাই পাশাপাশি তোর সাথে।
আবারও ফিরে পেতে চাই তোকে।
মন চাই মাঝ রাতে তোর মিষ্টি ভয়েজ শুনতে
খুব বেশিই চাই আবারও ফিরে পেতে তোকে।
সারাঠিক্ষন বিভোর থাকি তোকে ভেবে,
তাইতো চাই আবারও ফিরে পেতে তোকে।
শূন্যতা বিরাজ করে তোকে ঘিরে,
শত চেষ্টা করেও ভুলা হয়নি আজও তোকে,
Tags:
Soul Lines