তোমার দিকেই আমি হাঁটছি।


তোমার দিকেই আমি হাটছি ।

সব কিছু পেছনে ফেলে।
আমি যেন আরও দৃঢ় পদক্ষেপে হাটতে পারি,
তোমার দিকে,
তোমার অভিমুখে!
আমার দিকে এগুতে হবে না তোমায়,
শুধু হাতদুটো বাড়িয়ে রেখো।
তোমার বুকে আমি মিশে যেতে চাই,
বিলীন হতে চাই পরম সুখে।

 

Load More
That is All
Close