প্রকৃতির নিয়ম | Mind Whispers

স্বরুপ এক অতিপ্রকৃত বিষয়,  আজ হোক কাল হোক তা উন্মোচিত হবেই! অতিপ্রকৃত কোন বিষয়কে লুকিয়ে রাখা যায়না। এটা প্রকৃতিরই নিয়ম।

তোমার দিকেই আমি হাঁটছি।

তোমার দিকেই আমি হাটছি । সব কিছু পেছনে ফেলে। আমি যেন আরও দৃঢ় পদক্ষেপে হাটতে পারি, তোমার দিকে, তোমার অভিমুখে! আমার দিকে এগুতে হবে না তোমায়, শুধু হাতদুটো বাড়িয়ে রেখো। তোমার বুকে আমি মিশে যেতে চাই, বিলীন হতে চাই পরম সুখে।

হারিয়ে যেতে চাই।

হারিয়ে যেতে চাই!                 কতবার হারিয়ে যেতে চেয়েছি  দূর থেকে বহুদূরে এই কংক্রিটের শহর ছেড়ে  পিশে দিয়ে যত ফিটকে দেয়াল  মাঠের প্রানে ঝিঁঝির গানে জোনাকির ভীড়ে!   কতবার নিরুদ্দেশ হতে চেয়েছি  কেয়া পাতার নৌকা হয়ে নীল রাঙা ঐ সমূদ্রুরে  ছিড়ে …

আবেগী ভালোবাসা।

আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া।  প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে…

একটা এলোমেলো তুমি ।

একটা এলোমেলো তুমি            তোমার রোদ্দুর হাসি  তুমি সিন্ধু               আমি দুফোটা শিশির বিন্দু  ঠিক দেখা হবে                    সময়ের কালস্রোতে  আমার রংধনু                 তোমার আকাশই রাঙ্গাব         আমার শেষ বিকেলের  তুমি ।

যে পথে তাহার পদধূলি।

যে পথে তাহার পদধূলি,  সে পথ এড়িয়ে চলি।  যেই জলে তোমার প্রতিচ্ছবি আঁকা,  সেই পানে আর হয়না চেয়ে থাকা।  যেখানে ছিল তোমার আনাগোনা,  সেখানে এখন অজানার পদচারণা।

কেন এত স্বপ্ন বিক্রি কর ।

| কেন এত স্বপ্ন বিক্রি কর | কেন এত স্বপ্ন বিক্রি করো? জানো, আমি সত্যিই কিনতে চাইনি এসব স্বপ্ন। কিন্তু তারপরও মনের অজান্তে কখন যে এগুলো আমি কিনে ফেলি, কখন যে স্বপ্নগুলোর জমকালো  বিজ্ঞাপনের প্রলোভনে নিজের বুদ্ধিমত্তার বিসর্জন দিয়েছি,  তা আমি নিজেও জানিন…

আবারও চাই তোকে।

| আবারও চাই তোকে | আবারও ফিরে পেতে চাই তোকে খুব করে, মন থেকে।   শীতের সকালে কুয়াশা ভেজা মেঠো পথে হাটতে চাই পাশাপাশি তোর সাথে।  আবারও ফিরে পেতে চাই তোকে।   মন চাই মাঝ রাতে তোর মিষ্টি ভয়েজ শুনতে খুব বেশিই চাই আবারও ফিরে পেতে তোকে। সারাঠিক্ষন  বিভোর থাকি…

তোমাকে বলছি ।

তোমাকে বলছি? ভালোবাসার মূল্য তুমি তো বুঝনি, চারাগাছের কচিপাতা বেরুতে তো দেখনি। কি করে বুঝবে তুমি ভালোবাসা কি? তোমাকে বলছি, ভালোবাসার গভীরতা তুমি তো বুঝনি, সকালের সূর্য উঠা তুমি তো দেখনি।  কি করে বুঝবে তুমি ভালোবাসার রঙ কি? তোমাকে বলছি, ভালোবাসার অনূ…

চেয়ে রবে স্নিগ্ধ কদম ফুল।

চেয়ে রবে ওই স্নিগ্ধ কদম ফুল  ক্ষুধার্ত দৃষ্টি আমার কাব্যের মহাকাশে নির্লজ্জ বিচরণে উন্মুখ,  কবিতার রস ফুরিয়ে যাওয়ার আগেই শঙ্কার মাঝে ধুকধুক।  হারানো বিবর্ণ পঙক্তির ঢলে   দম নেয়া পুরো ছেড়েই দিয়েছে কবি, বিপন্ন সব জোছনার কীট রবির কিরণ নষ্ট করেছে সবই। হ…

কল্পনা শক্তি আছে বলেই | Mind Whispers

কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে । যে মানুষ মিথ্যা বলতে পারে না, সে সৃষ্টিশীল মানুষ না, রোবট টাইপ মানুষ ।

যদি কখনো হারাতে চাই |

যদি কখনো হারাতে চাই অধিকার খাটিয়ে ভালোবেসো। যদি কখনো বিচ্ছেদ চাই ছায়া হয়ে পাশে থেকো। অভিমান যদি দুরত্ব বাড়াতে চায় তবে হাতটি শক্ত করে ধরে রেখো। তবুও আমায় কখনো একা কর না !!

Load More
That is All
Close