যদি শুধু একটিবার
নাম ধরে ডাকো
আমি ধন্য হবো যদি ভালোবাসা দাও
তোমাতে হৃদয় হারাবো।
যদি একটু কাছে ডাকো
সে ডাকে সাড়া দেবো।
যদি ভালোবাসা চাও
সবটুকু উজোড় করে দেবো।
যদি শঙ্খচিল হয়ে
উড়ে যেতে চাও আকাশে
আমিও ডানা মেলে দেবো।
অথবা নীলিমায় হারিয়ে যেতে চাও
আমিও নীল হয়ে যাবো।
যদি বসন্তের বাতাস হতে চাও
আমি ফুলের সুবাস হবো।
যদি কুহুতান শুনতে চাও
আমি তাতে কন্ঠ দেবো।
যদি ঝরা শিউলি হতে চাও
আমি ভোরের শিশির হবো।
যদি শুকতারা হতে চাও
ভোরের আকাশ হবো।
যদি অরুন্ধতী হতে চাও
আমি বশিষ্ঠ হবো।
যদি ধ্রুবতারা হতে চাও
দিশা হারা নাবিক হবো।
সমুখে পড়ে থাকা
বন্ধুর বিস্তীর্ন পথ চলতে
যদি ডাক দাও
যদি সাথে নিতে চাও
সে চলাতেও সামিল হবো।
যদি নিরন্নের মুখে
অন্ন তুলে দিতে চাও
আমি অন্নপূর্ণা হবো।
শিশুকে স্তন্য দিতে চাও
আমি বুকের সুধা হবো।
যদি শ্রমিকের সংগ্রাম হতে চাও
তাদের হাতের নিশান হবো।
যদি দুর্নীতি তাড়াতে চাও
আমি সততা হবো।
যদি আদর্শ হতে চাও
আমি সুভাষ হবো।
যদি অসুর বধ চাওআমি ত্রিশূল হবো।যদি সম্পদ চাওলক্ষীহয়ে ধরা দেবো।যদি বাণী হতে চাওআমি বাকদেবী হবো।যদি শৌর্য হতে চাওআমি কার্তিকেও হবো।যদি প্রাজ্ঞ হতে চাওআমি গনেশ হবো।যদি কৃষক হতে চাওআমি শস্যক্ষেত্র হবো।যদি ভ্রমর হতে চাওআমি ফুলরেণু হবো।
যদি সবুজ হতে চাও
আমি প্রান্তর হবো।
যদি অবুঝ হতে চাও
কোলের শিশুটি হবো।
যদি মনকে রাঙা করতে চাও
আমি পশ্চিমের অস্তরাগ হবো।
যদি খুশি হতে চাও
মায়ের মুখের হাসিটি হবো।
যদি প্রভাত দেখতে চাও
আমি ভোরের পূবাকাশ হবো।
যদি সোনালী সকাল দেখতে চাও
আমি ঝলমলে রোদ হবো।
যদি দার্শনিক হতে চাও
আমি রবিঠাকুর হবো।
যদি কবি হতে চাও
আমি জীবনানন্দ হবো।
যদি সাহিত্য চাও
শরৎ-বিভূতি হবো।
যদি ভক্তি চাও
রামকৃষ্ণ হবো।
যদি শিষ্য হতে চাও
আমি বিবেকানন্দ হবো।
যদি সেবা করতে চাও
নিদেদিতা হবো।
যদি সংগ্রাম চাও
সুভাষ হবো।
যদি ত্যাগ-তিতিক্ষা চাও
আমি বিধানচন্দ্র হবো।
আর কত কি কি হতে চাও?
তোমার সবকিছুতেই আমি রবো।
শেষে, ঠোঁটে যদি একটু চুমু দাও
লজ্জায়, অনুরাগে রাঙা হয়ে
মাটিতে মিলে মিশে যাবো।
Tags:
Soul Lines