অকালে শুকালে বাসর | Soul Lines

 অকালে শুকালো বাসর !

তোমার প্রেমের বাগানে ফুটেছে ফুলেরা,
         আমার হৃদয়ে বেঁধেছে বাসর ভুলেরা!
জীবনে অনেক যাতনা রেখেছি যতনে,
          হাজার স্বপন রয়েছে তাদের পেছনে৷

সুখের পরশ আঁধারে গিয়েছে হারিয়ে,
        আলোর নাচন সদায় বেড়ায় তাড়িয়ে৷
উড়ছে ধোঁয়াশা ব্যথায় পরান পুড়ছে,
              মাথার ওপরে নীরবে মরণ ঘুরছে৷

শ্যামল পৃথিবী বড়ই অচেনা লাগছে,
       পুবাল সমীরে পাতাকে দুলিয়ে মারছে৷
আমার আকাশে মেঘের হতাশা নেমেছে,
         তোমার হৃদয়ে সুখের শ্রাবণ এসেছে৷

মনের ভেতরে বেদনা তুলেছে তুফান,
       গরব ভেঙেছে চাঁদের হাটের সোপান৷
চেতনা কেড়েছে দুখের বাঁশরি বাজিয়ে,
অকালে শুকালো বাসর কুজনে সাজিয়ে


Load More
That is All
Close