তোমার দেওয়া উপহার | Soul Lines

তোমার দেওয়া প্রথম উপহার !

তুমি আমার জন্য উপহার হিসেবে ভালোবাসা 
পাঠিয়ে ছিলে ।
তোমার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি প্রিয় ।
তোমার জন্য  আমার হৃদয়ে মাঝে ভালোবাসার রঙ মহল করে রেখেছি ।
তুমি আসবে আমি তোমায় বরণ করে নেবো একগুচ্ছ গোলাপের ভালোবাসা দিয়ে ।
জড়িয়ে নেবো বুকে তোমায় প্রিয় ।

 

Load More
That is All
Close