কাঁদছে আজ শূন্যহিয়া !
শীতের রাতে হাঁটছি একা—
গ্রামের পথে,
চাঁদের আলো, শিশির ঝরে
নীরব রথে৷
বৃক্ষশাখে অতিথি পাখি
ঘুমিয়ে আছে,
আমার চোখে আসে না ঘুম
চিত্ত নাচে!
শেয়াল ডাকে শঙ্কা জাগে
মনের মাঝে,
হৃদয়পুরে অচেন সুরে
বাদ্য বাজে৷
প্রিয়ার ছবি নগ্ন হয়ে
সামনে ভাসে,
উষ্ণলহু নৃত্য করে
মিলন আশে৷
উল্কা খসে পড়ছে দেখি
দিঘির জলে,
যৌন-রাগে শরীর যেনো
যাচ্ছে জ্বলে!
কাঁদছে আজ শূন্যহিয়া
গভীর রাতে,
শিশিরকণা, চাঁদের আলো
Tags:
Soul Lines